ত্রাণের ২৯০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

২০ এপ্রিল, ২০২০ ১৬:৫৮  
করোনা ত্রাণ সহায়তার ২৯০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। আর্থিক সহায়তার জন্য তৈরি ওয়েবসাইট থেকে এই টাকা হাতিয়ে নেয়া হয়েছে। জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটের একটি কপি ওয়েবসাইট তৈরি করে এই অর্থ চুরি করেছে সাইবার অপরাধীরা। ইউরো হিসেবে যার পরিমাণ প্রায় ২৯০ কোটি টাকার সমান। হ্যাকাররা তাদের তৈরি ওই ভুয়া ওয়েবসাইটের লিংকসহ ইমেইল ও মেসেজ পাঠিয়েছিল মানুষজনকে। এরপর মানুষ না বুঝে যখন তাদের ওয়েবসাইটে নিজেদের ডেটা সাবমিট করেছে, তখন হ্যাকাররা ওই ডেটা নিয়ে জাতিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করে।